Monday, August 25, 2025
HomeScrollখাদানের স্পেশ্যাল স্ক্রিনিংয়ে এ কী করলেন দেব, দেখে নিন

খাদানের স্পেশ্যাল স্ক্রিনিংয়ে এ কী করলেন দেব, দেখে নিন

কলকাতা: শিরায় শিরায় রক্ত আমি দেবের ভক্ত। বাংলার ঘরে ঘরে শুধু একটাই নাম দেব, দেব আর দেব (Dev)। দেব, যিশু অভিনীত খাদান বক্স অফিসে তুমুল ঝড় তুলেছে। আয়োজন করা হল খাদানের স্পেশ্যাল স্ক্রিনিংয়ের। সেখানেই বসেছিল চাঁদের হাট। স্পেশাল স্ক্রিনিংয়ে দেবের কাণ্ড দেখে অবাক নেটপাড়া।

 

View this post on Instagram

 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

খাদান (Khadaan) জ্বরে কাবু বাংলা। দেব আবার প্রমাণ করলেন তিনই ‘রাজার রাজা’। বহুদিন পর কোনও বাংলা ছবি নিয়ে এই পরিমাণ মাতামাতি দেখা গেল। বর্ষশেষে বাংলাকে দেব খাদান দিয়েছে। এর আগে কোনও বাংলা সিনেমা ১১দিনে ১০ কোটি আয় করতে পারেনি। অর্থাৎ বাংলার বক্স অফিসে রেকর্ড গড়লেন দেব। বক্স অফিসে সফল এই ছবি। আর তখনই আয়োজন করা হল খাদানের স্পেশ্যাল স্ক্রিনিংয়ের। সেখানেই বসেছিল চাঁদের হাট। দেব এবং যিশু সেনগুপ্ত অভিনীত খাদান ছবিটির স্পেশ্যাল স্ক্রিনিংয়ে এসেছিলেন ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। হলের মধ্যে বসেছিলেন প্রসেনজিৎ। তাঁকে দেখেই এগিয়ে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করেন দেব। তারপর তাঁকে জড়িয়ে ধরেন। খাদানের স্ক্রিনিংয়ে এসেছিলেন রুক্মিণী মৈত্র। ছিলেন বিক্রম চট্টোপাধ্যায়, ঐন্দ্রিলা সেন, বনি সেনগুপ্ত, কৌশানি মুখোপাধ্যায়, প্রযোজক নিসপাল সিং রানে, প্রমুখ। ছিলেন খোদ দেবও।

আরও পড়ুন: পর্দায় এবার জুটি বাঁধতে চলেছেন দেবলীনা-বিক্রম, আসতে চলেছে সিনেমা ‘ রাস ‘

 

View this post on Instagram

 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

অন্য খবর দেখুন

Read More

Latest News